সেরা ১০+ হালাল ব্যবসার আইডিয়া ২০২৪ (ইসলামিক নিয়ম মেনে ব্যবসা করলে বরকত পাওয়া যায়)

হালাল ব্যবসার আইডিয়া
হালাল ব্যবসার আইডিয়া

আসসালামু আলাইকুম! ইসলামিক নিয়ম কানুন অনুযায়ী আমাদের জীবন পরিচালনা করার জন্য হালাল ব্যবসার বিকল্প নেই। আমরা অনেকেই জানিনা কোন ব্যবসা গুলো হালাল এবং কোন ব্যবসা গুলো হারাম। আজকের পোস্টের টপিক বা বিষয় হলো হালাল ব্যবসার আইডিয়া সম্পর্কে।

একজন মুসলমানের জন্য আবশ্যক হলো হালাল খাবার খাওয়া ও হালাল ব্যবসা করা। কারণ ইসলামে হারাম খাবার ও হারাম ব্যবসাকে সম্পূর্ণ নিষেধ। তাই একজন মুসলিম হিসেবে অবশ্যই আমাদের হালাল ব্যবসা করতে হবে।

হালাল ব্যবসার ধারণা সম্পূর্ণ নির্ভয় করে ব্যবসায়িক মাল, পণ্যের চাহিদা, সঠিক দাম, কার্য ক্ষমতা, উৎপাদন তারিখ, ব্যবসায়ী কতটুকু লাভ করছে এর উপরে। ইসলামিক শরিয়াহ মেনে যেকোনো ব্যবসা সঠিকভাবে পরিচালনা করলে সেটা হালাল বলে গণ্য হবে।

তবে যে সকল জিনিসগুলো ইসলামে হারাম বলা হয়েছে, সেই সকল জিনিসগুলো নিয়ে ব্যবসা করা যাবে না। তাহলে এখন আমরা হালাল ব্যবসা সম্পর্কে বিস্তারিত জেনে নেই।

হালাল ব্যবসার বৈশিষ্ট্য ও কয়েকটি হালাল ব্যবসার আইডিয়া

  • ১.ইসলামী ফ্যাশন হাউজ
  • ২.হস্তশিল্পের ব্যবসা করা
  • ৩.গরু ছাগল এবং হাঁস-মুরগি পালন
  • ৪.হালাল খাবার তৈরি
  • ৫.অনলাইনে ইসলামিক বা নন ইসলামিক বই বিক্রি করা।

তবে হালাল ব্যবসায় কখনো হারাম কে অংশ দিয়ে হালাল বলে গণ্য করা যাবে নাহ। ( অনেকেই আছে যারা গরীবের জমানো সঞ্চয় সুদ-ঘুষ হিসেবে নেয় যখন কেও বলে এটি হারাম তখন তারা প্রতিউত্তরে বলে তারা গরীব তাদের দান করছি মাত্র, তবে নাহ এটা হারাম'ই। যেহেতু আপনি দান করবেন তাহলে আলাদা ভাবে দান করুন তাকে ফেরত দেওয়া টাকার মধ্যে বেশি টাকা সুদ দিয়ে কেনো দান করবেন??) এভাবেই অনেকে হালাল ব্যবসায় হারাম জিনিস ঢুকিয়ে দেয়।

হালাল ব্যবসার বৈশিষ্ট্য জানুন

হালাল ব্যবসা বললেই হালাল হবে নাহ, এর কিছু বৈশিষ্ট্য আছে সেইগুলো হলোঃ তাকওয়া, শরীয়াহ সম্পর্কে জ্ঞান, সালাত এবং পরোপকারী। নিচে এই সম্পর্কে আরও বিস্তারিত দেওয়া হয়েছে। 

তাকওয়া

ব্যবসায়ের ক্ষেত্রে অন্তরে আল্লাহ তাআলার আদেশ নিষেধের কথা মাথায় রাখতে হবে এবং কাজে প্রতিফলিত করতে হবে। ইসলামে গ্রহণযোগ্য নয় এমন কোন কিছু ব্যবসায়ের ক্ষেত্রে অনুমতি প্রদান করা যাবে না।

সত্যবাদিতা

ব্যবসায়ীকে অবশ্যই সৎ ও আদর্শবান হতে হবে। ক্রেতাদের সাথে ব্যবসায়িক পণ্য নিয়ে কোন ধরনের অসৎ উপায় অবলম্বন করা যাবে না। কারণ নীতিবান ও সত্যবাদী ব্যবসায়ীরা শেষ বিচারের দিনে শহীদদের সাথে অবস্থান করবে। 

শরিয়াহ সম্পর্কে জ্ঞান

ব্যবসা শুরুর পূর্বে ব্যবসায়ীকে ইসলামিক শরিয়াহ সম্পর্কে জ্ঞান অর্জন করতে হবে। ইসলামে কোন বিষয়ে হালাল করেছে কোন বিষয়ে হারাম করেছে এই সম্পর্কে জানতে হবে।

সালাত

আমরা ব্যবসা করি কিংবা চাকরি করি নামাজ আমাদের সকলের জন্য খুবই গুরুত্বপূর্ণ। বিশেষ করে ব্যবসায়ীরা ব্যবসার ক্ষেত্রে নামাজ পড়তে দ্বিধাবোধ করে। তথা সময় অপচয় করে নামাজ পড়তে চায় না। কিন্তু একটি হালাল ব্যবসায়ের জন্য কখনোই এ কাজ করা যাবে না।

আযানের পরে প্রথমে নামাজ পড়ে নিতে হবে এরপরে ব্যবসায়ের সকল কাজ। ব্যবসায়ের আগে ইসলামিক সকল ধরনের এবাদাত অগ্রাধিকার দিতে হবে। তাহলে আল্লাহতালা আপনার উপরে রহমত বর্ষিত করবে এবং দ্রুত ব্যবসা সফল হতে পারবেন।

পরোপকারী

ব্যবসায়ের ক্ষেত্রে অন্যতম একটি গুরুত্বপূর্ণ জিনিস হল ব্যবসায়ের যাকাত প্রদান করা। অনেকেই যাকাত প্রদান করতে দ্বিধাবোধ করে, তারা মনে করে যাকাতের মাধ্যমে মনে হয় তাদের সম্পদ লোভ পায়। কিন্তু এটা সঠিক নয়, সব সময় আমাদের সম্পদের যাকাত প্রদান করতে হবে।

হালাল ব্যবসা করার ক্ষেত্রে ব্যবসায়ের মধ্যে কিছু বৈশিষ্ট্য থাকা প্রয়োজন। যেগুলো সম্পর্কে আমরা পূর্বেই আলোচনা করেছি। ইসলামে যেসকল ব্যবসার কথা উল্লেখ আছে এবং মহানবী (সঃ) এর দেখানো নিয়মকানুন অনুযায়ী ব্যবসা পরিচালনা করলে সেটা হালাল।

ইসলামিক উপায়ে হালাল ব্যবসার কয়েকটি আইডিয়া:

প্রিয় পাঠক, আপনি যদি চান ইসলামিক নিয়মাবলী অনুসরণ করেও ব্যবসা করতে পারেন। ইসলামে ব্যবসাকে হালাল করা হয়েছে এবং সুদকে হারাম করা হয়েছে। নিচে আমরা আপনাদের জন্য সেরা কয়েকটি হালাল ব্যবসার আইডিয়া দিয়েছি আপনারা বিস্তারিত পড়ে দেখে নিন আপনার জন্য কোনটি ভালো হবে।

১.ইসলামী ফ্যাশন হাউজ

বর্তমানে ফ্যাশন হাউজের ব্যবসা একটি লাভজনক ব্যবসা। আপনি ইসলামিক নিয়ম মেনে একটি ইসলামী ফ্যাশন হাউজের ব্যবসা শুরু করতে পারেন। ইসলামী ফ্যাশন হাউজে সকল ইসলামিক জামা কাপড় যেমন: পাঞ্জাবি, বোরকা, টুপি, পায়জামা, নিকাব, হিজাব, হাত-পা এর মোজা ইত্যাদি বিক্রি করবেন।

২.হস্তশিল্পের ব্যবসা করা

ইসলামিক নিয়ম কানুন মেনে হস্তশিল্পের ব্যবসা শুরু করতে পারেন। হস্তশিল্প বলতে বোঝানো হয় হাতে তৈরি জিনিসপত্র গুলোকে। যেমন: মাটির হাড়ি পাতিল তৈরি, নকশি কাঁথা সেলাই, কাঠের আসবাবপত্র তৈরি, ফুল এবং কাগজ দিয়ে বিভিন্ন ধরনের ক্রাফট, ক্যালিগ্রাফি, ঘরের পুরোনো জিনিস দিতে নতুন জিনিস তৈরি ইত্যাদি।

৩.গরু ছাগল এবং হাঁস-মুরগি পালন

গরু ছাগল ও হাঁস মুরগি পালন করে অতি দ্রুত নিজেকে স্বাবলম্বী করতে পারবেন। তবে অনেকেই গরু ছাগল ও হাঁস মুরগি মাধ্যমে অন্যের সম্পদের ক্ষতি করে এটা ইসলামের সম্পূর্ণ নিষেধ। আপনি বদ্ধ-পদ্ধতিতে যাতে অন্য মানুষের ক্ষতি না হয়, এমন উপায়ে গরু ছাগল ও হাঁসমুরগি পালন করতে পারেন।

৪.হালাল খাবার তৈরি

বর্তমানে খাবার তৈরির ব্যবসা অনেক জনপ্রিয় হয়ে উঠেছে। আমাদের দেশে বিভিন্ন জায়গায় নতুন নতুন অনেক রেস্টুরেন্ট তৈরি করা হয়। ২০১৯ ও ২০২০ সালের গ্লোবাল ইসলামিক ইকোনোমিক এর একটি রিপোর্টে জানানো হয় মুসলিমরা ২০১৮ সালে হালাল খাবারের উপর ১.৩ বিলিয়ন অর্থ খরচ করেছে, এবং ২০২৪ সালের দিকে এই খরচের পরিমাণ ১.৯ বিলিয়ন উন্নত হতে পারে। আপনি চাইলে একটি হালাল খাবার তৈরির রেস্টুরেন্ট ব্যবসা শুরু করতে পারেন। এই ব্যবসার ক্ষেত্রে সব সময় কাস্টমারদের সাথে ভালো ব্যবহার করতে হবে এবং তাদের ভালো খাবার পরিবেশন করতে হবে।

৫. ইসলামিক বা নন ইসলামিক বই বিক্রি করা

ইসলামিক বা নন ইসলামিক বই বিক্রি করা ও একটি হালাল ব্যবসায়।আমাদের সমাজে খুব অল্প মানুষ আছে যারা বই প্রেমি। যারা বইয়ের না সূচক টাকে হাঁ করার জন্য মরিয়া হয়ে উঠে। তাদের জন্যই আপনি বই বিক্রি করতে পারেন। অনলাইনে অনেকেই আগ্রহ দেখিয়ে বই কিনতে চাই তার দেখাদেখি আরেকজন ও আগ্রহী হয়। এভাবে ব্যবসা অনেকটা লাভজনক হয়। আপনারা আপনাদের পছন্দ মত বই এর সেট বানিয়ে সেল করতে পারেন এতে আপনিও লাভবান হবেন বলে আশা করা যায়।


আরো কিছু ইসলামিক হালাল ব্যবসার আইডিয়া হলো:

আপনাদের জন্য আরও কিছু ইসলামিক হালাল ব্যবসার আইডিয়া নিচে দেওয়া হয়েছে যাতে আপনারা আপনাদের পছন্দের ব্যবসাটি বাছাই করে নিতে পারেন। যেমনঃ
  • মৎস চাষ
  • এজেন্সি তৈরি
  • মুদি দোকান করা
  • কাঁচামালের ব্যবসা
  • কৃষিকাজ করা
  • কসমেটিক্স এর দোকান করা
  • ইসলামিক শিক্ষা দান কেন্দ্র
  • মেডিসিন এর দোকান।

এই সকল ব্যবসা গুলো হালাল উপায়ে পরিচালনা করা যায়। ইসলামের ভিত্তিতে যদি আপনি হালাল ব্যবসার বাহিরে যান সেই ব্যবসাটি হবে হারাম। তাই আজকের এই পোস্টে আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি কিভাবে আপনি হালাল ব্যবসা করতে পারবেন। আশা করি আজকের এই পোস্টের মাধ্যমে আপনারা জানতে পেরেছেন কিভাবে আপনারা হালাল ব্যবসা শুরু করবেন।

শেষ কথা 

আমরা যারা ইসলাম ধরম অনুসরণ করে থাকি, তারা সবাই হালাল ভাবে ব্যবসা করতে ভালোবাসি। কারণ হালাল এর বাহিরে যদি আমরা কোন ব্যবস্থা করি তাহলে সেটি হারাম হবে আর ইসলামের রীতিতে হারাম একটি জঘন্য কাজ। তাই মুসলমানরা সবাই হালাল ব্যবসা করতে চায়। তাই আজকের এই পোস্টের মাধ্যমে আমরা তুলে ধরার চেষ্টা করেছি কয়েকটি হালাল ব্যবসা নিয়ে। আশা করি আজকের এই পোস্টের মাধ্যমে আমরা আপনাদের আইডিয়া দিতে পেরেছি হালাল ব্যবসার আইডিয়া গুলো সম্পর্কে। ফি-আমানিল্লাহ!!
Bloggbine.com

Help us to visit Bloggbine.com Regular. If any Questions please let us know by our contact page, Thank you.

Post a Comment

Previous Post Next Post